• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৩:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে অপহৃত জান্নাত ফেনী থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

১১ নভেম্বর ২০২৪ দুপুর ০২:২৬:৪৩

কেরানীগঞ্জে অপহৃত জান্নাত ফেনী থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরাণীগঞ্জ মডেল এলাকা থেকে অপহৃত ৭ বছরের শিশু জান্নাতকে ফেনী থেকে উদ্ধার করেছে র‌্যাব।

১০ নভেম্বর রোববার দুপুরে ফেনী পৌরসভার মধ্যম রামপুর থেকে র‌্যাব-১০ এবং র‌্যাব-৭ এর যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারী বিল্লাল মিয়াকে গ্রেফতার করা হয়। আজ সোমবার সকালের র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকায় বসবাসকারী সাজিয়া আক্তার (২৯) তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছে। গত ৮ নভেম্বর দুপুরে সাজিয়ার বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করার সময় নিখোঁজ হয় সাজিয়ার শিশু কন্যা জান্নাত (৭)।

পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় বিল্লাল নামে এক ব্যক্তি জান্নাতের মা সাজিয়াকে ফোন করে জানায় যে, সে জান্নাতকে অপহরণ করে নিয়ে গেছে এবং ভিকটিম জান্নাত তার কাছে আছে। সে আরও জানায়, ভিকটিম জান্নাতকে জীবিত পেতে হলে মুক্তিপণ বাবদ নগদ ১ লাখ টাকা দিতে হবে, নাহলে সে জান্নাতকে প্রাণে মেরে ফেলবে।

সন্তানের জীবনের কথা চিন্তা করে অপহরণকারী বিল্লালকে বিকাশের মাধ্যমে মোট ১০ হাজার টাকা দিলেও আরও ৯০ হাজার টাকার জন্য জান্নাতের মা সাজিয়াকে হুমকি দিতে থাকে অপহরণকারী।

এ ঘটনায় রোববার কেরানীগঞ্জ মডেল থানায় বিল্লাল মিয়াসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে অপহরণ মামলা দায়ের করেন সাজিয়া। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জান্নাতকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় রোববার র‍্যাব-১০ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে ফেনী মডেল থানাধীন ফেনী পৌরসভার মধ্যম রামপুর এলামা থেকে অপহৃত জান্নাতকে উদ্ধারসহ অপহরণকারী বিল্লাল মিয়াকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল শিশু ভিকটিম জান্নাতকে অপহরণের বিষয়টি স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০