সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে সারা জাগানো ব্যাচ ভিত্তিক সংগঠন ফ্রেন্ডস ফোরাম-৯৮ (সরকারি নিবন্ধন নং- চাঁদ/৭৬৫/২০২২) প্রধান কার্যালয় সুজাতপুর বাজারস্থ গণি পাঠান ভবনের ২য় তলায় এতিম শিশু শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়ার আয়োজন করে।
এসময় স্থানীয় সাহাবাজকান্দি মাদ্রাসা ও এতিম খানার এতিম শিশু শিক্ষার্থী ছাড়াও তাদের ওস্তাদগণ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি রোমান মিয়া সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন ইমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি- মানিক মিয়াজী, সাংগঠনিক সম্পাদক-ওবায়দুল হক শামীম, কোষাধ্যক্ষ-এবি সিদ্দিক, ত্রাণ সম্পদক- তানভীর আহমেদ, আইন সম্পাদক- আব্দুল মতিন, ক্রীড়া সম্পাদক-দুলাল হোসেন সদস্য মঞ্জুর, মোহাসিন, রিপন প্রমুখ।
সভাপতি রোমান মিয়া বক্তব্য বলেন, মহান আল্লহর অশেষ কৃপায় প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের অত্যান্ত প্রিয় এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে ইফতার করতে পেরেছি। আগামীতে আমরা আমাদের অফিসে নয়, বিভিন্ন মাদ্রাসায় গিয়ে শিশুদের সাথে ইফতার করবো। এতিম শিশুদের জীবনমান উন্নয়নে ও শিক্ষা গ্রহণের জন্য ফ্রেন্ডস ফোরাম সর্বদা পাশে থাকবে।
তিনি সংগঠনের সকল সদস্যদের প্রতি অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের জন্য দোয়া কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available