• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

১২ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩৭:১৭

মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে দেবর-ভাবির পরকীয়ার সম্পর্কের জেরে একই এলাকার বখাটেদের মারধরে ইকবাল হোসেন (২৩) নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ১১ নভেম্বর সোমবার বিকেলে হত্যাকারীদের ফাঁসির দাবিতে উপজেলার কালীরবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

জানা যায়, কালীরবাজারের ইব্রাহিম খানের জাহাজের ডগ-এ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন নিহত ইকবাল হোসেন। তার সাথে বড় ভাই আনোয়ার হোসেনের স্ত্রী ময়না বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। এই বিষয়টি আশেপাশের এবং তার গ্রামের কিছু লোক জেনে যায়। ঘটনা জানার পর ময়না বেগমের মোবাইলটি কৌশলে চুরি করে নিয়ে যায় এবং মোবাইলটির রেকর্ডিংয়ে পরকীয়া সংক্রান্তে কিছু কথাবার্তার তথ্য পাওয়া যায়।

গত ৭ নভেম্বর রাতে এই রেকর্ডের কথাগুলোকে কেন্দ্র করে ইকবাল হোসেন একই এলাকার মিল্লাত হোসেন, মো. সুজন, আরমান, সাব্বিরসহ ৪/৫ জন বখাটে মিলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে রেকর্ডিংয়ের কথাবার্তা ভাইরাল করে দেওয়ার হুমকি-ধমকি দিতে থাকে। একপর্যায়ে ইকবাল হোসেনকে ডেকে কালীরবাজার লঞ্চঘাটে মারধর করে তারা ১০ হাজার টাকা নিয়ে যায়।

৮ নভেম্বর শুক্রবার রাতে এ ঘটনায় আবার ইকবাল হোসেনের ভাবি ময়না বেগমের কাছে টাকার জন্য চাপ প্রয়োগ করে তারা। তিনি টাকা দিতে না পারায় ইকবাল হোসেনের মোবাইলটি নিয়ে যায় সুজন ও মিল্লাত হোসেন, সাব্বির, আরমান। মোবাইলের জন্য ইকবাল হোসেন তাদের কাছে গেলে আবারো মারধরের শিকার হন। সেখান থেকে ইকবাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ঘটনাটি খুবই লজ্জাজনক ও মর্মান্তিক বলে তারা গভীরভাবে শোকাহত। এতে ক্ষিপ্ত এলাকাবাসী খুনীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান প্রশাসনের কাছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫