দৌলতখান (ভোলা) প্রতিনিধি: গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে ভোলার দৌলতখানে তিনটি আধুনিক কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এই ৩ টি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।
১৬ এপ্রিল রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নে তিনটি আধুনিক ক্লিনিকের উদ্বোধন করা হয়। এ সময় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।
উদ্বোধন অনুষ্ঠানে এমপি মুকুল বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে বিনামূল্যে সকল মানুষের শতভাগ সুচিকিৎসা মাঠ পর্যায়ে নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনসহ কমিউনিটি ক্লিনিকের সদস্যরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available