• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে ভারত থেকে আসা ৮ কোটি টাকার ইমিটেশন গহনাসহ আটক ১

১২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৫:৫০

চাঁপাইনবাবগঞ্জে ভারত থেকে আসা ৮ কোটি টাকার ইমিটেশন গহনাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা চায়না ক্লেভর্তি ট্রাকে ৮ কোটি টাকা মূল্যের ৭৬৭ কেজি ইমিটেশন গহনাসহ একজনকে আটক করেছে বিজিবি। এছাড়াও ইমিটেশন গহনা পাচারকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। আটককৃত ট্রাক চালক শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. আব্দুস শকুর।

১২ নভেম্বর মঙ্গলবার রাত আড়াইটার দিকে সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থলবন্দরের পানামা পোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ চোরাচালান পণ্য জব্দ করে ৫৯ বিজিবি ব্যাটলিয়ন। দুপুরে সোনামসজিদ বিওপি ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় বিজিবি।

প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে চায়না ক্লে ভর্তি একটি ট্রাকে তল্লাশি করে এসব ইমিটেশন গহনা জব্দ করা হয়। এরমধ্যে ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকার ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার রয়েছে। আটক ট্রাকচালকসহ আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, টনপ্রতি চায়না ক্লে আমদানিতে শুল্ক ১০০ ডলার, কিন্তু ইমিটেশন গহনা আমদানিতে খরচ টনপ্রতি ৫ হাজার ডলার।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা এসএম জাকারিয়া বলেন, চায়না ক্লে’র শুল্ক কম হওয়ায় এর নামে এসব পণ্য অবৈধভাবে নিয়ে আসা হচ্ছিলো। অভিযুক্ত সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫