স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাখি শিকারের দায়ে ৩ পাখি শিকারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১২ নভেম্বর মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ সাজা প্রদান করেন। এ সময় বন ভবন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক, আব্দুল্লাহ-আস-সাদিক উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন, কোটালীপাড়া শিমুলবাড়ী গ্রামের মহেন্দ্র বল্লভের ছেলে সুনীল বল্লভ (৫৩), ঘাঘরকান্দা গ্রামের আফজাল হোসেনের ছেলে মহিদুল ইসলাম (২৬) ও হাতেম আলী (২২)।
প্রতীক দত্ত বলেন, বন ভবন ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামের বটতলায় অভিযান চালিয়ে ৪০টি অতিথি পাখি উদ্ধার করা হয়। এসময় পাখি শিকারি শিমুলবাড়ী সুনীল বল্লভ, মহিদুল ইসলাম ও হাতেম আলীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সুনীল বল্লভকে ১ মাস ও মহিদুল ইসলাম এবং হাতেম আলীকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, জব্দ অতিথি পাখিগুলো হাজরাবাড়ির বিলে ছেড়ে দেওয়া হয়েছে। দেশব্যাপী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available