• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:৩৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশালে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৩:৪৬

বরিশালে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে বরিশাল নগরের লঞ্চঘাট সিভিল সার্জন অফিসের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ মাজেদুল হক কাওছার এবং এমটি ইপিআই মো. লোকমান হোসেন মিয়া গত আগস্ট মাসে মেয়াদোত্তীর্ণ হাম-রুবেলা টিকা সরবরাহ করেন, যা প্রয়োগ করলে শিশুর মৃত্যুঝুঁকি বেড়ে যেতে পারে।

বক্তারা জানান, এই অনিয়মের বিরুদ্ধে কথা বলায় স্বাস্থ্যকর্মীদের প্রতি অশোভন আচরণ বৃদ্ধি পেয়েছে। তারা দাবি করেন, ওই কর্মকর্তারা তাদের সহকর্মীদের সার্ভিস বইয়ে লাল কালি ব্যবহার করে এবং পাতা ছিঁড়ে ফেলাসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন।

মানববন্ধনকারীরা আরও জানান, ২ নভেম্বর গঠিত তদন্ত কমিটির সামনে উপস্থিত থাকতে বললে, তারা দেখতে পান যে উপজেলা কর্মকর্তা হলরুম তালা দিয়ে রেখেছেন। এর কিছু সময় পর, উপজেলা কর্মকর্তা ডা. মাজেদুল হক কাওসারের নির্দেশে বাহিরের ভাড়াটিয়া সন্ত্রাসীরা স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় বক্তারা দাবি করেন, ডা. মাজেদুল হক কাওসার এবং মো. লোকমান হোসেন মিয়াকে অবিলম্বে তাদের বর্তমান কর্মস্থল হিজলা থেকে প্রত্যাহার করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া, তাদের প্রাপ্য ২৫ লাখ টাকা ফেরত দেওয়ার দাবিও জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন শুরু করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বরিশাল বিভাগের সভাপতি মো. জিয়াউল হাসান কাবুল, জেলা ও উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এবং সদস্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০