• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে কার্তিক ১৪৩১ সকাল ১১:১০:৫০ (14-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে কার্তিক ১৪৩১ সকাল ১১:১০:৫০ (14-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাতীবান্ধায় দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছে আনসার সদস্যরা

১৩ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫১:০০

হাতীবান্ধায় দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছে আনসার সদস্যরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায় ও দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

১২ নভেম্বর মঙ্গলবার হাতীবান্ধা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলার বড়খাতা, ফকিরপাড়া, সানিয়াজান ও সিঙ্গিমারী ইউনিয়নে প্রায় দশ বিঘা জমির ধান কেটে দেন আনসার সদস্যরা।

এ সময় হাতীবান্ধা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ধন চরণ নাথ, বড়খাতা ইউনিয়নের আনসার কমান্ডার মতিউর রহমান, ফকিরপাড়া ইউনিয়নের আনসার কমান্ডার হবিবর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বড়খাতা এলাকার দরিদ্র কৃষক আবুল হোসেন বলেন, আমি টাকার অভাবে জমি থেকে পাকা ধান কাটতে পারছিলাম না। হঠাৎ আনসার সদস্যরা দলবেঁধে এসে আমার জমির ধান কাটতে সহযোগিতা করেছেন। আমি সহযোগিতাকারী আনসার ভাইদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি।

উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ধন চরণ নাথ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও লালমনিরহাট জেলা কমানড্যান্টের নির্দেশনায় অসহায় ও দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে চার ইউনিয়নের শুরু হলেও পুরো হাতীবান্ধা উপজেলাতেই তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
১৪ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২৪:৫৬