কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই পৌরশহরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আনছার আলী (৪৮) নামের এক ব্যক্তি।
১২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালাই পৌর শহরের হাজীপাড়া মোড়ে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে পিছন থেকে একটি ট্রাকের ধাক্কায় তাঁর মোটরসাইকেল ছিটকে পড়ে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে, তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে।
নিহত আনছার আলী উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি কালাই পৌর শহরের এনজিওপাড়ায় বসবাস করতেন।
নিহতের ছোট ভাই আশরাফ আলী জানান, বিকেলে তার বড় ভাই আনছার আলী মোটরসাইকেল নিয়ে মাছ ক্রয়ের উদ্দেশ্যে জয়পুরহাট বৌ বাজারে গিয়েছিলেন। সন্ধ্যার পর যখন তিনি সড়ক পথে বাড়ির দিকে ফিরছিলেন, তখন আচমকাই পিছন থেকে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর গিয়ে পড়েন। তৎক্ষণাৎ ট্রাকটি তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে, তবে পুলিশ তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available