কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাসেল হোসেনকে আটক করেছে ছাত্র-জনতা।
১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে আটকের পর তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রাসেল হোসেন উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মটরসাইকেলযোগে রাসেলসহ দুইজন শহরের মজমপুর গেট এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেলে। এ সময় মটরসাইকেল থামিয়ে রাসেলকে মারধর করে ছাত্র-জনতা। পরে মডেল থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।
একাধিক সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জের আর্শীবাদপুষ্ট ছিলেন রাসেল। সেলিম আলতাফ সংসদ সদস্য থাকাকালে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধ বালু উত্তোলনসহ নানা অভিযোগ ছিল রাসেলের বিরুদ্ধে। চলতি বছরে উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট ডাকাতির মাধ্যমে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শিহাবুর রহমান বলেন, গত ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামী রাসেল। তাকে কঠোর নজরদারিতে রেখেছিল পুলিশ। বিকেলে লোকেশন জানতে পেরে পুলিশ তাকে মজমপুর গেট থেকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা দুই একটা কিল ঘুষি মেরে থাকতে পারে। তার বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মামলা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available