• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে কার্তিক ১৪৩১ দুপুর ০২:৫১:০৫ (14-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে কার্তিক ১৪৩১ দুপুর ০২:৫১:০৫ (14-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভূঞাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৪৮:৩৪

ভূঞাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, ভুট্টা, গম, সূর্যমুখী, মসুর, খেসারি, শীতকালীন পেঁয়াজ ও চিনা বাদাম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

১৩ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। কৃষি অফিসার মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমুখ।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৬৬৭০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হবে। এর মাধ্যমে প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদনশীলতা বাড়াতে এবং রবি মৌসুমে ফসলের উচ্চ ফলন নিশ্চিত করতে সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও সহায়তা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সুন্দরবনে ৩ দিনব্যাপী রাস উৎসব শুরু
১৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০২:০৬