• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৩:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রেমালে ক্ষতিগ্রস্ত ৪০৬৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ উদ্বোধন

১৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৫৬:১৭

রেমালে ক্ষতিগ্রস্ত ৪০৬৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ উদ্বোধন

পিরোজপুর  প্রতিনিধি: পিরোজপুরে রেমালে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সাড়ে চার হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। হংকং সরকারের অনুদানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন ওয়ার্ল্ড ভিশন।

১৩ নভেম্বর বুধবার সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলার শহিদ ওমর ফারুক হল রুমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়ার প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।

এ সময় ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসারবৃন্দ, সহায়তাকারী এবং গ্রাম উন্নয়ন ও নগর উন্নয়ন কমিটির সভাপতি সম্পাদকবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক উপকারভোগীর মাঝে ২০ কেজি চাল, মুশুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, চিরা ২ কেজি, লবণ ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, মুগডাল ২ কেজি, ছোলা ৩ কেজি, বালতি ১টি, পানির পট ১টি, প্লাস্টিকের মগ ১টি, গোসলের সাবান ৫টি, খাবার স্যালাইন ২০টি, স্যাভলন ৫ মিলি, হুইল পাউডার ৫০০ গ্রাম ও ২ টি স্যানিটারি প্যাড প্রদান করা হয়।

সহায়তা গ্রহণ করতে আসা রেমালে ক্ষতিগ্রস্ত উপস্থিত উপকারভোগীরা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহায়তা সামগ্রী প্রদানের ফলে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষেরা ভীষণ উপকৃত হবে বলে আশা প্রকাশ করে।

একই সাথে তারা বলেন, যে সকল সহায়তা দেয়া হয়েছে তার ফলে আমাদের পরিবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দূর হবে এবং সামগ্রী ব্যবহারের ফলে শিশু ও তার পরিবারের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫