রাজশাহী প্রতিনিধি: সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবিত সামাজিক কার্যক্রম নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন ও সচেতন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সেমিনারটি উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মোছা. হাসিনা মমতাজ। ওই সময় আলোচক হিসাবে বক্তব্য দেন ইউএনও সানজিদা সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বায়েজীদ হোসনে ওয়ারেছী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন। সমাজসেবা অফিসার রাশেদুজ্জামানের সঞ্চালনায় প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত করিম, চারঘাট মডেল থানা ওসি আফজাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নে উত্তর এবং সচেতনতা বিষয়ক বক্তব্য দেন আলোচকরা। ওই সময় ডিডি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ভাতা ও শিক্ষা উপবৃত্তি পাচ্ছেন ১ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার ৫ শত ৬৭ জন। বয়স্ক ভাতা কর্মসূচিতে মাসিক ৬০০ টাকা হারে ৫৮০১ লক্ষ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচিতে মাসিক ৫৫০ টাকা হারে ২৫.৭৫ লক্ষ জন, প্রতিবন্ধী ভাতা কর্মসূচিতে মাসিক ৮৫০ টাকা হারে ২৯০০ লক্ষ জন, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা কর্মসূচিতে মাসিক ৬০০ টাকা হারে ৫৬২০ জন, বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা কর্মসূচিতে মাসিক ৫০০ টাকা হারে ৫০৬৬ জন এবং অবসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা কর্মসূচিতে মাসিক ৫০০ টাকা হারে ৫৪ হাজার ৩ শত জন ভাতার অর্থ পাচ্ছেন।
অপরদিকে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে মাসিক যথাক্রমে ৯০০, ৯৫০ ও ১০০০ টাকা হারে ১ লক্ষ জন, হিজড়া জনগোষ্ঠীর উপবৃত্তি কর্মসূচিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে মাসিক যথাক্রমে ৭০০, ৮০০, ১০০০, ১২০০ টাকা হারে ৩৯৯৮ জন এবং অনগ্রসর উপবৃত্তি কর্মসূচিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে মাসিক যথাক্রমে ৭০০, ৮০০, ১০০০, ১২০০ টাকা হারে ২৬ হাজার ২ শত ৮৩ জন উপবৃত্তি পাচ্ছেন।
এছাড়া ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্রোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচিতে বাৎসরিক এককালীন ৫০ হাজার করে মোট ৪০ হাজার জনকে আর্থিক সহায়তা করা হচ্ছে। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচিতে ৬০ হাজার জনকে বাৎসরিক এককালীন ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।
পরিশেষে ইউএনও সানজিদা সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন চারঘাট উপজেলা বিভিন্ন সরকারি খাস পুকুর লিজের বিল বোর্ড বিতরণ করেন। ওই সময় লিজ গ্রহীতা মৎস্য চাষিরা উপস্থিত থেকে নিজ নিজ বিল বোর্ড বুঝে নিয়েছেন। উপজেলা মোট ২৭টি পুকুরের মধ্যে বুধবার দুপুরে ৫জন মৎস্য চাষিকে বিতরণের মাধ্যমে পুকুর লিজের উদ্বোধন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available