• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহরাস্তিতে সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী, নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

১৩ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭:০৮

শাহরাস্তিতে সেনাবাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী, নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চলমান বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, প্রতিটি পরিবারকে নগদ অর্থ এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

১৩ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর আর্মি ক্যাম্পের উদ্যেগে বন্যা দুর্গত পরিবারের মাঝে এসব সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন ও পি এস ছি (অধিনায়ক,২১ বীর)।

এছাড়াও, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসির আরাফাত, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শরিফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সবুজ, শাহরাস্তি ক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলসহ আরও অনেকে।

শাহরাস্তি ও আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমাল, বাড়িঘর এবং গবাদি পশু পালনে বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। বিগত ২৪ আগস্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে এ সকল এলাকায়  বিপুল পরিমাণে ত্রাণ বিতরণ অভিযান পরিচালনা করে আসছে সেনাবাহিনী।

চাঁদপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রী, নগদ অর্থ এবং ত্রাণ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে বলে জানিয়েছে সেনা কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫