নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: দীর্ঘদিন থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।
পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ট্রেনটি বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারী নিম্ন আয়ের মানুষজন। ট্রেনটি আবার চালুর দাবি জানিয়েছেন তারা।
উত্তরা এক্সপ্রেস ট্রেনটি ভোর চারটায় পার্বতীপুর থেকে ছেড়ে এসে মাধনগর-নলডাঙ্গা-নাটোর ও আবদুলপুর জংশন হয়ে রাজশাহীতে পৌঁছে। দুপুর পৌনে ১২টায় আবার রাজশাহী থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যায়।
বাগমারার বিরকুৎসা ও নলডাঙ্গা-মাধনগর এলাকার দেওয়ান ফারুক, ইয়াছিন-উর রহমান, মিজানুর রহমানসহ অনেকে বলেন, উত্তরা এক্সপ্রেস বন্ধ থাকার কারণে ওই ট্রেনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একদিকে যেমন অন্য ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে, অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের।
তারা আরও বলেন, আমাদের বীরকুৎসা থেকে নাটোর যাওয়া-আসা ভাড়া লাগে ৩০ টাকা। কিন্তু উত্তরা ট্রেনটি বন্ধ করার কারণে সিএনজিতে খরচ পড়ে ১২০ টাকা। এতে অনেক খরচ হয়। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের যাতায়াতের স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ট্রেনটি আবার চালু করা।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন প্রামানিক বলেন, ট্রেনটি আবার চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available