খুলনা ব্যুরো: নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনসহ শৃঙ্খলার প্রতি অধিকতর যত্নশীল হওয়ার জন্য অধিনায়ক ও অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান।
১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে খুলনা জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সম্মেলনে সেনাবাহিনীর আধুনিয়ান, সক্ষমতা বৃদ্ধি এবং অভিযানিক দক্ষতা বৃদ্ধির ওপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সেনাপ্রধান মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরশেমন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available