নরসিংদী প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, স্বাধীনতার পর একদলীয় বাকশাল কায়েমের কারণে আওয়ামী লীগ যখন এই দেশ থেকে বিলুপ্ত করা হয়েছিল তখন আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশ যখন স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছিল, আধিপত্যবাদ কায়েম হচ্ছিল তখন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন।
১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলখানা মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, জিয়াউর রহমান মাত্র সাড়ে ৩ বছরে এই দেশকে উন্নয়নের কোথায় নিয়ে গিয়েছিল তা দেশের জনগণ জানে। তাই পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রনায়কের মৃত্যুর পর এতো বড় জানাযার নামাজের আয়োজন করা হয় নাই। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাযায় ৪০ লাখ লোক হয়েছিল। তখন বিভিন্ন পত্রিকায় শিরোনাম হয়েছিল একটি লাশের পাশে পুরো দেশ।
খায়রুল কবির খোকনের নেতৃত্বে র্যালিতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল বাছেদ, মহসীন হোসেন
বিদ্যুৎ, মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবসহ জেলা বিএনপির, বিভিন্ন উপজেলা বিএনপি ও যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, উলামা দলের প্রায় ১০ হাজার নেতাকর্মী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available