• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:০৮ (15-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১লা অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:০৮ (15-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রশাসনের প্রত্যেকে চট্টগ্রামবাসীর উন্নয়নে কাজ করবে: ডিসি ফরিদা খানম

১৫ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৩৯:২৮

প্রশাসনের প্রত্যেকে চট্টগ্রামবাসীর উন্নয়নে কাজ করবে: ডিসি ফরিদা খানম

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: যতদিন জেলা প্রশাসকের দায়িত্বে থাকবো আমার উপজেলা নির্বাহী অফিসার, অ্যাসিল্যান্ডসহ প্রশাসনের প্রত্যেকে চট্টগ্রাম ও চট্টগ্রামবাসীর উন্নয়নে সেবক হিসেবে কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

১৪ নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দিনব্যাপী বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রশাসক ফরিদা খানম ডলু আশ্রয়ণ প্রকল্পে স্থাপিত স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন, ফটিকছড়ি কেন্দ্রীয় শহিদ মিনার 'স্পর্ধিত অহংকার’ উদ্বোধনসহ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়াও উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় শেষে চা শ্রমিকদের আবাসন কর্মসূচির আওতায় নির্মিত গৃহের চাবি হস্তান্তর ও  সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরি, সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি ও ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ