বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, টাকা ও মোবাইল ফোনসহ উপজেলার ২ জন কুখ্যাত মাদককারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার কালিকাবাড়ি গ্রামের সগির হোসেনের স্ত্রী কুখ্যাত মাদক কারবারি মোসা. সালমা (৪০) ও বামনা সদর ইউনিয়নের ৩নং কলাগাছিয়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাদক কারবারি মোস্তফা কামাল ওরফে খোকন মেম্বার (৫২)। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান বামনা থানা পুলিশ।
গ্রেপ্তারদের কাছ থেকে মোট ১ হাজার ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫ হাজার ৫০০ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
১৫ নভেম্বর শুক্রবার বামনা উপজেলার কালিকাবাড়ী ও কলাগাছিয়া নামক এলাকায় এ পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
নৌবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বামনা উপজেলার কালিকাবাড়ী নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সম্রাজ্ঞী খ্যাত মোছা. সালমা বেগমের ঘর তল্লাশি করে ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তাকে আটকসহ তার কাছে থাকা দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অপরদিকে একই উপজেলার কলাগাছিয়া নামক এলাকায় আরেকটি ঝটিকা অভিযান পরিচালনা করে মো. মোস্তফা কামাল ওরফে ইয়াবা খোকন নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার বসত ঘর তল্লাশি করে ৪৭০ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ সালমা ও মোস্তফা কামাল নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পৃথক দুটি মাদক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available