• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৮:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৮:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে বিপ্লব ও সংহতি দিবসে তাপস অনুসারীদের শোডাউন

১৭ নভেম্বর ২০২৪ দুপুর ১২:২৮:৫৬

নবীনগরে বিপ্লব ও সংহতি দিবসে তাপস অনুসারীদের শোডাউন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের উত্তরসূরি, গত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী পৌর বিএনপির উদ্যোগে বিশাল একটি মিছিল বের করা হয়েছে।

আলীয়াবাদ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেটের সামনে এসে জড়ো হয়। সেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে  মুখরিত করেন।

১৬ নভেম্বর শনিবার পৌর এলাকার বড় বাজারে একটি সভাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কারণে এক গ্রুপের অনুষ্ঠান স্থগিত করা হলেও তাপস গ্রুপের মিছিল ও সভাটি অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, একই স্থানে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এম এ মান্নান গ্রুপের নেতৃত্বে একটি কর্মীসভার আয়োজনের প্রস্তুতি ছিল। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় গ্রুপের কাউকে সভা আয়োজনের অনুমতি না দেওয়ার পরও কাজী নাজমুল হোসেন তাপস গ্রুপের উদ্যোগে অসংখ্য নেতাকর্মী সমবেত হন।

সমাবেশে পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আবু ছাঈদের সভাপতিত্বে ও যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান মুকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুঞ্জু, সাবেক মেয়র মাঈন উদ্দিন আহামেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সাহাবুদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্যে, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, পকেট কমিটির মাধ্যমে নবীনগর বিএনপির রাজনীতি চলতে পারে না। নাজমুল হোসেন তাপসের নেতৃত্বেই নবীনগর বিএনপি চলবে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আনিছুল হক বলেন, এমন পকেট কমিটি দিয়ে বিএনপির রাজনীতি চলতে পারে না। এম এ মান্নানকে নবীনগরের রাজনীতি থেকে অবাঞ্ছিত করতে হবে বলে জানান তিনি ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫