লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ছিনতাই করতে গিয়ে স্বর্ণ ব্যবসায়ী হিরা লাল দেবনাথকে (৫৫) হত্যার দায়ে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন-বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম। ১৭ নভেম্বর রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আকতার হোসেন।
তিনি বলেন, প্রতিদিনই দোকান বন্ধ করে হিরালাল টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে বাড়িতে যান। এতে পরিকল্পিতভাবে তার কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ছক সাজায় অপরাধীরা। মোবারক কাজিরদিঘির পাড় বাজারে থেকে মোবাইলফোনে হিরালালের অবস্থান জানায়। পরে হিরালাল দোকান বন্ধ করে বের হলে মোবারক, বাহার ও তুষার মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে গিয়ে দাঁড়ায়। তখন তুষার মোটরসাইকেলেই ছিল। বাহার ও মোবারক নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিল।
পরে বাহার স্বর্ণালংকারসহ টাকা ছিনতাইয়ের জন্য হিরালালের সঙ্গে ধস্তাধস্তি করে। একপর্যায়ে হিরালালের চিৎকারে লোকজন আসতে শুরু করলে বাহার ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে তারা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। হিরালালের চিৎকার চেঁচামেচির কারণে তারা স্বর্ণালংকার ছিনতাই করতে পারেনি।
পুলিশ সুপার বলেন, হত্যার ঘটনার পর পরই রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করে পুলিশ। কিন্তু অপরাধীরা তাদের অবস্থান পরিবর্তন করে। পরে তুষারকে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যন্ত হাওড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে হত্যার ঘটনায় জড়িত গাজীপুরের টঙ্গী এলাকা থেকে বাহার ও পরে গ্রেফতার দুইজনের সহায়তায় রায়পুর থেকে মোবারককে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ৮ নভেম্বর রাতে সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারের মাতৃশিল্পালয়ের স্বত্ত্বাধিকারী হিরালালকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available