• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৫:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৫:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘আমরা অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সীমা বেঁধে দিচ্ছি না’

১৭ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:০৫:৩৩

‘আমরা অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সীমা বেঁধে দিচ্ছি না’

টাঙ্গাইল প্রতিনিধি: কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান শাকিল বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে যে সময়টুকু প্রয়োজন, গণঅধিকার পরিষদ সেসময়টুকু অন্তর্বর্তী সরকারকে দিতে চায়। আমরা ছাত্র-জনতার সাথে মিলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। সেহেতু আপনারা যেসমস্ত সংস্কার করছেন সেগুলো সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বাস্তবায়ন করলে আরেকটু ভালো হয়। যে সংস্কারগুলো রাষ্ট্রে মৌলিক প্রয়োজন রয়েছে সেগুলোর সাথে গণঅধিকার পরিষদ ঐক্যমত। তবে সে সংস্কার ও রোডম্যাপ রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সীমা বেঁধে দিচ্ছি না।

১৭ নভেম্বর রোববার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শাকিলউজ্জামান শাকিল বলেন, যেহেতু বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করে আসছে। রাজনৈতিক দলগুলোর জনবল ও জনসমর্থন রয়েছে। এরাই বিভিন্ন সময় রাজপথে আন্দোলন করে আসছে। সেহেতু রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নিলে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটি দেয়াল তৈরি হয়। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার এই দেয়াল তৈরি করবে না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ তৈরি করবেন।

তিনি বলেন, মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে গণঅধিকার পরিষদ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। মওলানা ভাসানী ছিলেন উপমহাদেশের একজন উজ্জল নক্ষত্র, মজলুম জননেতা। তিনি সারাজীবন মেহনতী মানুষের জন্য কাজ করে গেছেন। তার কোনো কাজে ক্ষমতার লোভ ছিল না। তিনি নিস্বার্থভাবে বাংলার মানুষের জন্য কাজ করে গেছেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন মওলানা ভাসানী। কিন্তু আওয়ামী লীগ তাকে স্মরণ করেনি। এরকমভাবে কখনও তাকে তুলে ধরেনি।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সুজন আহমেদ, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ফাহাদুল ইসলাম ফাহাদ, সাধারণ সম্পাদক নবাব আলী, সদর উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তামান্না ইসলাম তরী প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫