• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৯:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নিখোঁজের ৪ দিন পর কেরানীগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

১৭ এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:১৩:১২

নিখোঁজের ৪ দিন পর কেরানীগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিখোঁজের চার দিন পর বালুর নিচে পুঁতে রাখা মারিয়া (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রোকন (২৭) নামে এক যুবককে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

নিহত শিশুটির পিতার নাম শামিম। সে বর্তমানে সন্তানসহ আব্দুল্লাহপুরে ভাওয়ার ভিটি পলাশের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।

১৭ এপ্রিল রোববার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের প্রিয় প্রাঙ্গণ-২ প্রজেক্টের সীমানা প্রাচীরের সংলগ্ন বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল বৃহস্পতিবার থেকে শিশু মারিয়া নিখোঁজ থাকার পর শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরই তদন্তে সন্দেহভাজন হিসেবে পূর্ব ভাওয়ার ভিটি এলাকার রতনের বাড়ির ভাড়াটিয়া রোকনকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রজেক্টে বালির নিচ থেকে লুকিয়ে রাখা শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে আটকরোকন শিশুটিকে গলাটিপে হত্যার পরে লাশ মাটি চাপা দিয়েছে বলে স্বীকার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান মরদেহটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫