স্টাফ রিপোর্টার, সিলেট: বর্ডার গার্ড বাংলাদেশ অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অভিযানে সিলেট সীমান্ত এলাকা থেকে এয়ারগান, গুলিসহ অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
১৭ নভেম্বর রোববার সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার সকালে জৈন্তাপুর সীমান্তে অভিযানে পরিচালনা করে ৫ হাজার ১৫ গজ ভারতীয় থান কাপড়, ৭৫ পিস কাতান শাড়ি, ২৪২ গজ মকমল থান কাপড়, ১০ লাখ পিস ভারতীয় সিগারেট, ৫ হাজার ৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ১ হাজার ৪৫০ কেজি ভারতীয় চিনি, ৩১২ কেজি ভারতীয় নিম্নমানের চা-পাতা, ৪টি ভারতীয় গরু এবং ১৪ হাজার ৪০০ পিস ভারতীয় সুপারি আটক করা হয়।
এদিকে ১৭ নভেম্বর রোববার সকালে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আরেকটি অভিযানে কানাইঘাটের মিকিরপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ভারতীয় এয়ারগান জব্দ করা হয়। এ সময় ৩০ রাউন্ড ছররা গুলি উদ্ধার করে বিজিবি। আটককৃত মালামালের মোট সিজার মূল্য ৫১ লাখ ৯৩ হাজা ৭০০ টাকা বলে জানায় বিবিজি।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদু্ন্নবী, পিএসসি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available