রংপুর ব্যুরো: ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতি আর বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মন্তব্য করেছেন, ‘সরকার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজ কিন্তু ঠিকই আছে। চাঁদাবাজি পরিবর্তন হয় নাই’।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সব জায়গায় শুধু চাঁদাবাজদের তালিকা পরিবর্তন হয়েছে; ভাগাভাগি করে আমরা তোমরা ভাই ভাই করে ভাগ করে নিয়েছে।
১৭ নভেম্বর রোববার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে মহানগর এবি পার্টির আয়োজনে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।
নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার ব্যাপারে এবি পার্টির যুগ্ম মহাসচিব বলেন, এই সরকারকে সময় দেওয়ার ব্যাপারে আমরা উদার। অন্তর্বর্তী সরকার কিন্তু নির্বাচনকালীন সরকার নয়। সরকার যদি পারফরম্যান্স করতে না পারে, তখন আমরা দাবি তুলবো, নির্বাচন দিয়ে সরে যান। কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লব হয়নি। যদিও রাজনৈতিক দল ও তাদের নেতাকর্মীরা এ আন্দোলনে অংশ নিয়েছে।
সরকারের প্রশংসা করে তিনি বলেন, জুলাই-আগস্টে আমাদের প্রশাসন যেভাবে ভেঙে পড়েছে, ১৯৭১ সালের যুদ্ধেও এভাবে ভেঙে পড়েনি। বাংলাদেশের কোনো পরিবর্তনের সময় দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এভাবে ভেঙে পড়েনি। কোনো প্রতিষ্ঠান এখন ফাংশনাল না। দেশে নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। তো সে রকম একটা বাস্তবতায় এ সরকার ক্ষমতা নিয়েছে, বুঝতে হবে কী পরিমাণ ভাঙা পাহাড় পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে। সেটাকে বিবেচনা করে সরকারের পারফরম্যান্স খুব খারাপ বলা যাবে না।
এবি পার্টি রংপুর জেলার সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সহকারী সদস্য সচিব সানী আব্দুল হক, রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ ও সদস্য সচিব মাহবুবুর রহমানসহ অন্যরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available