• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৯:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৯:৪১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এপ্রিলে জাতীয় নির্বাচন সম্ভব: হাফিজ উদ্দিন

১৮ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৪৮:২৯

এপ্রিলে জাতীয় নির্বাচন সম্ভব: হাফিজ উদ্দিন

বরিশাল প্রতিনিধি: বিএনপি মনে করে, একটি অন্তর্বর্তীকালীন সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত প্রয়োজনীয় নির্বাচন সংক্রান্ত সংস্কার সম্পন্ন করবে।

১৮ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেয়া। আমরা বিভিন্ন মহল থেকে নানা কথা শুনছি, তবে নির্বাচনকেন্দ্রিক আলোচনা খুবই কম। বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চায়।

তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী লোকের সরকারই আসুক, তারা দুর্বল। প্রফেসর ইউনূসকে বিএনপি ইতোমধ্যে সমর্থন দিয়েছে এবং ভবিষ্যতেও সমর্থন দেবে। তবে আমরা আশা করি, তিনি যেন নানাজনের কথায় প্রভাবিত না হন।

আওয়ামী লীগের সমালোচনা করে হাফিজ উদ্দিন আরও বলেন, দেশে যেসব সংস্কার দরকার, তা অন্তর্বর্তীকালীন সরকার করলে যুক্তিযুক্ত হবে। তবে এটি জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে করা হলে আরও ভালো হবে।

এদিকে, বরিশাল সাইবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জ গঠনের তারিখ ছিল সোমবার। হাজিরা দিতে গেলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দেন। উল্লেখ্য, এ মামলায় মোট আসামি ছিলেন দুজন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫