কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে জমি দখল করে বাওড় চাষ করার প্রতিবাদে মানববন্ধন করেছে ৭ গ্রামের সাধারণ মানুষ।
১৮ নভেম্বর সোমবার বেলা ১২টার দিকে উপজেলার মহিষাহাটি গ্রামের বাওড় পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কালীগঞ্জ উপজেলার মাজদিয়া, মহিষাহাটি, বাদেডিহি, জলকর মাজদিয়া, জঘনাথপুর, বাদুরগাছা ও সোনালীডাঙ্গা গ্রামের মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় অবৈধভাবে জমি দখল করে বাওড়ে মাছ চাষ করা হয়েছে। এতে বাঁধ দিয়ে মাছ চাষ করায় বাওড়ের পাশের জমিতে কোনো চাষ করা যায় না। ফলে বিপাকে পড়ে বাওড় পাড়ের জমির চাষিরা। এখন আবার আওয়ামী লীগের কিছু মানুষ বিএনপির সাথে মিশে সেই বাওড় আবার দখল করে মাছ চাষ করতে চাইছে। তারা এ বাওড় উনমুক্ত রাখার দাবি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available