শার্শা (যশোর) প্রতিনিধি: শুধু ৫ আগস্ট নয়, গত ১৫ বছরের প্রতিটি অপরাধের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ।
তিনি বলেছেন, শুধু ৫ আগস্ট না, গত ১৫ বছরে আওয়ামী লীগ যে হত্যা, গুম ও অর্থ পাচার করেছে, প্রতিটির বিচার করা হবে। তারই ধারাবাহিকতায় আজ আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ বেশ কয়েকজনকে অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহর বাড়িতে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে সোমবার (১৮ নভেম্বর) সকালে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এসব কথা বলেন।
সোমবার সকাল ১১ টায় তিনি শহীদ আব্দুল্লাহর বাড়িতে যান হাসান আরিফ। পরে তার কবর জিয়ারত করেন ও তার রুহের মাগফিরাত কামনা করেন। এসময় আব্দুল্লাহর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। আব্দুল্লাহর পরিবারের পক্ষ থেকে যে কোন একজন সদস্যকে সরকারি চাকুরি দেওয়ার অনুরোধ জানানো হয়।
উপদেষ্টা জানান, শহীদ আব্দুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা করার বিষয়টি চলমান রয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ, বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নাজিব হাসান, শার্শা উপজেলা এসিল্যান্ড (ভূমি) নুসরাত জাহান, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি আলহাজ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভরত, জামায়াতে কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমানসহ যশোরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available