সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিনা লাভের সবজি বাজার চালু করা হয়েছে। ১৬ নভেম্বর শনিবার সৈয়দপুর শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে ওই বাজারের আয়োজন করা হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের ১০০তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ওই বাজার চালু করা হয়।
এ বাজারে উপচে পড়া ক্রেতার ভিড় লক্ষ্য করা যায়। এ বাজার থেকে ৫০ গজ দূরে পাঁচমাথা মোড়ে একই ধরনের বাজার চালু করেছে ইসলামী যুব আন্দোলন। শনিবার শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনের ওই বাজারে সাধারণ মানুষকে শাক-সবজি, ডিম, আলুসহ বিভিন্ন পণ্য কিনতে দেখা গেছে। সাধারণ বাজারের চেয়ে তুলনামূলক কম দামে পণ্য কিনতে পেরে ভোক্তা ও ক্রেতাদের মধ্যে স্বস্তি এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এ বাজারে পণ্য ক্রয় করতে দেখা গেছে।
উদ্যোক্তারা বলছেন, হাতবদল হলেই পণ্যের দাম বাড়ে, মাঝখানে সুবিধা নেয় সিন্ডিকেট। তারা কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য কিনে ভোক্তাদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছেন। কোনো লাভ রাখা হচ্ছে না। এটি স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে চলবে।
আনোয়ার হোসেন নামের এক ক্রেতা বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিনা লাভের বাজার স্বস্তি দিচ্ছে আমাদের মতো ক্রেতাদের।
আরেক ক্রেতা অনিক মন্ডল জানালেন, দুটি বিনা লাভের বাজারে ক্রেতা অনেক বেশি। সেই তুলনায় শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস নেই।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী বলেন, শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ও পাঁচমাথা মোড়ে ইসলামী যুব আন্দোলনকে বিনা লাভের বাজার বসাতে অনুমতি দেওয়া হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষ উপকৃত হচ্ছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available