• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৯:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৯:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাঞ্ছারামপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

১৮ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৩:৫৪

বাঞ্ছারামপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ব্রাক্ষণবাড়িয়া (দক্ষিণ) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ১৮ নভেম্বর সোমবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। 

সংঘর্ষ চলাকালে চারটি মোটরসাইকেলে আগুন দেওয়াসহ কমপক্ষে ১৫টি দোকানপাট ভাঙচুর করা হয়। সংঘর্ষ আহতদের আশঙ্কাজনক অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, আগামী ২০ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে আজ সকাল থেকেই পুরো উপজেলায় উত্তেজনা বিরাজ করছিল। দুপুর দেড়টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার পল্লী বিদ্যুতের মোড় থেকে সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক পিএসসি এবং অপর নির্বাহী সদস্য রফিক শিকদারের নেতৃত্বে সম্মেলনবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের হয়।  মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের মুসা মার্কেট এলাকায় পৌঁছায়। সে সময় বিএনপির অপর গ্রুপ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকরা মিছিলটি লক্ষ্য করে হামলা চালান। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মোটরসাইকেল ও কমপক্ষে ১০টি দোকানপাট ভাঙচুর করা হয়।

এদিকে, সংঘর্ষে আহতদের মধ্যে কমপক্ষে ৩০/৩৫জনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল, যুবদলের মুসা হায়দায়, বিপ্লবসহ প্রায় ৫০ জন নেতাকর্মীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চার জনকে  ঢাকা মেডিক্যালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সৈয়দ অলি আহমদের  জানান, আহতদের মধ্যে ২৫ জনের নাম হাসপাতালে নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া আরও ২৫/৩০জনকে চিকিৎসা দেওয়া হয়েছে সব মিলিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চার জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, হাসপাতালে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেন, অ্যাডভোকেট জিয়া, ডক্টর সাইদুজ্জামান কামাল  বলেন , ‘এই ন্যক্কারজনক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’ পাশাপাশি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছেও বিচার দাবি করেন তিনি। এই ঘটনায় পুরো উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে উপজেলা শহরের দোকানপাট।সারা বাঞ্ছারামপুর উপজেলার গাড়ি বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর বুধবার সকাল দশটায় বাঞ্ছারামপুর সদরের সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সম্মেলন বাতিলের দাবি জানিয়ে বিএনপি'র একটি অংশ গত ৯ নভেম্বর থেকে প্রতিবার সভা মিছিল করে আসছে। আজ সারাদেশের বিএনপির ত্যাগী নেতারা শান্তিপূর্ণ মিছিল করার কথা ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫