রাশেদ চৌধুরী, মানিকগঞ্জ প্রতিনিধি: চরের জন্য স্থায়ী প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। তিনি বলেছেন, মানিকগঞ্জের দৌলতপুরের বাচামারা চরের অবস্থা আপনারা আগেও দেখেছেন। এখানকার মূল সমস্যা নদী ভাঙন। অনেক ঘর বাড়ি, কৃষি জমি, স্কুল, মাদ্রাসা নদী গর্ভে চলে গেছে। আমরা এই চরের জন্য অস্থায়ীভাবে অনেক কাজ করেছি যার জন্য চরের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। বাচামারা, চরকাটারি চরের জন্য আমরা স্থায়ী সমাধানের জন্য একটা বড় প্রকল্প হাতে নিয়েছি। কিন্তু এবারের বর্ষার জন্য কিছু অস্থায়ী কাজ করতে হবে। সেটার জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদনও দেওয়া হয়েছে। ঈদের পর যত দ্রুত সম্ভব এই অস্থায়ী কাজ শুরু হবে।
১৭ এপ্রিল সোমবার বিকেলে দৌলতপুর উপজেলার বাচামারা উচ্চ বিদ্যালয় মাঠে ৭ শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণকালে নাঈমুর রহমান দুর্জয় এসব কথা বলেন।
তিনি বলেন, দৌলতপুরের চর এলাকায় আগে শান্তি ছিল না। একটা সময় ছিল বাজার সদাই করে মানুষ ঘরে ফিরতে পারতেন না। মানুষের মুখে প্রচলিত ছিল এখানে শুধু ডাকাতি হয়। আমরা ক্ষমতায় আসার পর ডাকাতিসহ নানা অন্যায় কাজ বন্ধ করতে সক্ষম হয়েছি। পাশাপাশি চরের মানুষের বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে আরো সুযোগ সুবিধা চর বাসী পাবেন।
এমপি দুর্জয় বলেন, আপনারা বিগত দিনে ভোট দিয়েছেন বলেই আমরা আপনাদের কাছে আসতে পারি। এটাতো প্রমাণিত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকেন। আসন্ন নির্বাচনে এ এলাকার উন্নয়নের জন্য আপনাদের কাছে আবারো নৌকা মার্কায় ভোট চাই। আপানারা নৌকা মার্কায় ভোট দিলেই শেখ হাসিনা আবারো তিনি প্রধানমন্ত্রী হবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখিনুর ইসলাম চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর পরে সংসদ সদস্য দুর্জয় শিবালয় উপজেলার আলোকদিয়া চরে আরও ৫ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available