সিলেট প্রতিনিধি: সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী বলেছেন, ‘দিন দিন সাংবাদিকতার চ্যালেঞ্জ বাড়ছে। পেশাদারিত্ব ছাড়া এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। নতুন যারা সাংবাদিকতায় আগ্রহী তাদেরকে বাস্তবতা জেনে পা বাড়াতে হবে।’
১৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে সাংবাদিকতায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্ট এন্ড নিউজ নেটওয়ার্কের উদ্যোগে এবং ইন্টার প্রেস নেটওয়ার্কের (আইপিএন) সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার কো-অর্ডিনেটর, সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্ট এন্ড নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুয়াইবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, দৈনিক মানবজমিনের কূটনৈতিক প্রতিবেদক মিজানুর রহমান, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য, ডেইলি ট্রাইব্যুনালের সিলেট ব্যুরো চিফ মো. আব্দুর রাজ্জাক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available