মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজার: সমুদ্রের মাছ আহরণ গিয়ে নিহত কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার ৬ জেলে পরিবারের মাঝে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
১৭ এপ্রিল সোমবার নিহত পরিবারের সদস্যের হাতে অনুদানের অর্থ তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া।
এসময় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের সদস্যরা আর্থিক অনুদান পেয়ে নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া মহোদয় ও মৎস্য অধিদপ্তর কক্সবাজার সদর উপজেলা সিনিয়র ফিসারিজ অফিসার তারাপদ চৌহান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার জনাব কৌশিক খান, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, ফিল অফিসার জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত ১৯ আগস্ট খুরুশকুলের ১৯ জন জেলে সাগরে মাছ ধরতে গিয়ে নাজিরারটেক পয়েন্টে বৈরী আবহাওয়ার কবলে পড়ে। এসময় ১১জন জেলেকে জীবিত উদ্ধার করতে পারলেও ৮জন জেলে নিখোঁজ হয়। পরে একে একে এই ৮জন জেলের মৃতদেহ সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা হয়। নিহত ৮ জন জেলেদের মাঝে ৬ জন জেলে পরিবার সঠিক ডকুমেন্টস দিয়ে ৫০ হাজার টাকার অনুদানের চেক বুঝে নিয়েছেন। বাকী দুইজনে ডকুমেন্টস দিতে পারলে তাদেরকে দেওয়া হবে বলে জানান নির্বাহী কর্মকর্তা।
নিহতরা হলেন, ফজল আহমদের পুত্র মোঃ আয়ুব, গুরা মিয়া মাঝির পুত্র সাইফুল ইসলাম, ছব্বির আহমদের পুত্র খোরশেদ আলম বাগু, মৃত ছৈয়দ নুরের পুত্র নুরুল ইসলাম, নাজির হোসেনের পুত্র আনোয়ার হোসেন, মৃত নুরুল হকের পুত্র মোঃ নুরুল আবছার, আবুল হোসেনের পুত্র আজিজুল হক, মৃত সোলতান আহমদের পুত্র হোসেন আহমদ। তারা সবাই পূর্ব হামজার ডেইল আদর্শ গ্রামের বাসিন্দা।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় তিনি বলেন,যে কোন দুঃসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসাধারণের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available