• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২০:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২০:৫৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গামাটিতে ঘুষ-সুপারিশ ছাড়া পুলিশে চাকরি পেলেন ১৭ জন

২০ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১৩:২৮

রাঙ্গামাটিতে ঘুষ-সুপারিশ ছাড়া পুলিশে চাকরি পেলেন ১৭ জন

রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেয়েছেন ১৭ জন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৭ প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়। সবধরনের যোগ্যতার প্রমাণ দিয়েই অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বোচ্চ মেধাবীদের বেছে বেছে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগে অনিয়ম ঠেকাতে প্রথম থেকেই তৎপর ছিল জেলা পুলিশ। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে শারীরিক যোগ্যতা সম্পন্ন ও মেধাবী ১৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জানান, যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে। কারো কোনো তদবির বা পরিচয়ে নিয়োগ দেয়া হয়নি।

পুলিশ সুপার জানান, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ উপলক্ষে রাঙামাটি হতে ১৪ জন পুরুষ এবং ৩ জন নারী প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

গত ১৯ নভেম্বর মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলার নতুন পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন পুলিশ লাইন্সে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার পরে পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়।

উল্লেখ্য, গত ২৯, ৩০, ৩১ অক্টোবর রাঙামাটি জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ, সেপ্টেম্বর-২০২৪ এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ দিনব্যাপী শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় ৬৪৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। ৭টি ইভেন্টে অনুষ্ঠিত হওয়া শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ১২৫ জন প্রার্থী গত ১২ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য হওয়া ৩১ জন (মেধা কোটা ২৭ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা ৪ জন) প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গত ১৯ নভেম্বর সুখী নীলগঞ্জস্থ নতুন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কেমন জীবন সঙ্গী চেয়েছিলেন ঐশ্বরিয়া?
২১ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩৯:৫১



ইনস্টাগ্রাম নিয়ে যা বললেন নেহা
২১ নভেম্বর ২০২৪ সকাল ১১:২০:৫২