• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৩:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:২৩:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

স্ত্রীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর

২০ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৬:৫৬

স্ত্রীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর

মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী। সঙ্গে ছিলেন আরো অন্তত ২ জন। তাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যান স্বামীও। ধামরাই উপজেলার বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জ জেলার গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, ২০ নভেম্বর বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে স্ত্রী সুলতানার মরদেহ নিয়ে মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে যাচ্ছিলেন স্বামী ফরিদুল ইসলামসহ আরো কয়েকজন। বেলা সোয়া ১২টার দিকে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের চাকা ফেঁটে যায়।

এতে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্স ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামূখী লেন পরিবর্তন করে ঢাকামূখী লেনে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান ফরিদুল। এসময় অ্যাম্বুলেন্সে থাকা হেনা খাতুন ও রাইসুল ইসলাম আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস বলেন, সুলতানার বাবার বাড়িতে মরদেহ দাফনের জন্য মানিকগঞ্জ জেলার ধানকোড়া গ্রামে আনার সময় বালিথা এলাকায় তাদের বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় সুলতানার স্বামীও নিহত হন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে যথাযথভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ উভয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কেমন জীবন সঙ্গী চেয়েছিলেন ঐশ্বরিয়া?
২১ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩৯:৫১



ইনস্টাগ্রাম নিয়ে যা বললেন নেহা
২১ নভেম্বর ২০২৪ সকাল ১১:২০:৫২