নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় হত্যা ও ডাকাতি মামলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে দুজন আসামীকে গ্রেফতার করেছে র্যাবের একটি দল।
২০ নভেম্বর বুধবার সন্ধ্যার দিকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার উত্তরপাড়া এলাকা হতে মিলন (৪১) কে এবং নওগাঁ জেলার সদর উপজেলার কাঠালতলী এলাকা হতে সাইফুল ইসলাম (৬০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিলন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার শালগ্রামের সোলায়মান প্রামানিকের ছেলে এবং আব্দুল্লাহ হিল কাফির খুনসহ ডাকাতি মামলার আসামী। অপরদিকে সাইফুল ইসলাম শহরের আরজি-নওগাঁ এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে এবং এরশাদ নামের এক ব্যবসায়ীকে পথরোধ করে ডাকাতি মামলার আসামী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আব্দুল্লাহ হিল কাফি নওগাঁর সাপাহার উপজেলার সৈয়দপুর ব্রিজ এলাকায় পৌঁছামাত্র আনুমানিক ৮/১০ জন অজ্ঞাতনামা মুখোশপরা ডাকাতেরা পরিকল্পিতভাবে রাস্তার দুই পার্শ্বে রশি টেনে তার গতিরোধ করে। এরপর তাদের হাতে থাকা বাঁশের লাঠি, লোহার রড ও শাবল দিয়ে কাফির মাথায় স্বজোরে আঘাত করলে মাথা ও কপালে গুরতর জখম হয়ে মাটিতে পড়ে গিয়ে চিৎকার শুরু করেন।
ভূক্তভোগীর চিৎকার ও চেচামিচতে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা দৌড়ে পালিয়ে যায়। কাফিকে উদ্ধার করে সাপাহার উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কাফিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে গত ৩১ আগস্ট কাফি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে যোবায়ের আহমেদ বাদী হয়ে সাপাহার থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
অপরদিকে, গত ৯ অক্টোবর এরশাদ নামের এক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনাইচন্ডি হাটে মহিষ বিক্রি করে টাকা পয়সাসহ লোকজন নিয়ে ভটভটি ও মোটর সাইকেলযোগে নিজ বাড়িতে আসছিলেন। ঐ দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ জেলার সাপাহার উপজেলার মাইপুর খাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাতেরা রাস্তার উপর গাছ ফেলে এরশাদসহ ৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের নিকট থেকে ৫ লাখ ৬৬ হাজার ৮০০ টাকাসহ ২টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় এরশাদসহ অন্য ভিকটিমরা সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে ১৪ অক্টোবর ভুক্তভোগী এরশাদ নিজে বাদী হয়ে নওগাঁ জেলার সাপাহার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available