নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার দিঘীপাড়া গ্রামে দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে নারীসহ ১৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ১৬ জনের মধ্যে ৩ জন নারী রয়েছেন। গত ২০ নভেম্বর বুধবার সন্ধ্যার আগে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বড়াইল মোড়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী মাছচাষি আনোয়ার হোসেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পাঁড়ইল ইউনিয়নের দীঘিপাড়া গ্রামে ৪৪.৭৭ একর জলাশয়ে সরকারি নিয়ম অনুযায়ী দিঘিটি লিজ নেন ভাতকুন্ডু সমবায় সমিতির সভাপতি জমশেদ আলী। লিজ নেওয়ার পর সেটির দেখভাল ও মাছ ছাড়ার জন্য উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামের আনোয়ার হোসেনকে হস্তান্তর করেন। আনোয়ার হোসেন সেই দিঘিতে নানান প্রজাতির মাছ চাষ করেন।
গত ২০ নভেম্বর বিকেলে মাছ ধরার জন্য পিকআপে করে বেড়জালসহ মাছধরার কাজে নিয়োজিত লোকজন দিঘিতে যাওয়ার পথে বড়াইল মোড়ে পৌঁছালে এজাহারভুক্ত আসামিদের নির্দেশে অন্যান্যরা আক্রমণ করে পিক-আপ ভাঙচুর, মাছ ধরার ৪ জনকে মারধর করে গুরুতর আহত করে এবং দিঘি থেকে প্রায় ৩০ মণ মাছ তুলে নেয়। এতে মাছচাষি আনোয়ার হোসেনের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আনোয়ার হোসেন বলেন, আমাকে ওই দিঘিতে মাছ ধরতে বাঁধা দেওয়ায় তাদের মূল উদ্দেশ্য ছিল। মাছ চুরি থেকে শুরু করে পিক-আপ ভাঙচুরের ঘটনায় আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মাছ চুরি ও মারামারি ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available