• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৬:৪৪:৫৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৬:৪৪:৫৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে কারাবন্দি মায়েদের সাথে থাকা শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

১৯ এপ্রিল ২০২৩ বিকাল ০৪:১৯:৫৪

কক্সবাজারে কারাবন্দি মায়েদের সাথে থাকা শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

মোহাম্মদ শফিক, জেলা প্রতিনিধি কক্সবাজার: কক্সবাজার জেলা কারাগারের উদ্যোগে কারাবন্দি মায়েদের সাথে থাকা শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

১৯ এপ্রিল বুবধার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান উপস্থিত থেকে এসব শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।

জেলা সমাজ সেবার সহযোগিতায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেল সুপার মো. শাহ আলম খানসহ কারা কর্মকর্তা ও কর্মচরীবৃন্দ।

বন্দি শিশুরা ঈদের নতুন কাপড় পেয়ে খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, ঈদের দিনে নতুন পোশাক পড়তে পারবো, তা আমরা কল্পনাও করতে পারিনি। কিন্তু আজ কারা কর্তৃপক্ষ তা ব্যবস্থা করে দিয়েছে। এ ধারা অব্যাহত থাকুক এটা চাই আমরা।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, কারাগারের ভেতর যারা থাকে, তারা অনেক অসহায়। তাদের জন্য নতুন পোশাক দিতে পেরে আমি নিজই খুব আনন্দিত। এ ধরণের মহৎ একটি উদ্যোগ গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, বর্তমান সরকার বন্দিদের জন্য অনেক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন।  

জেল সুপার মো. শাহ আলম খান বলেন, বাহির থেকে বন্দিদের কোনও ঈদ বস্ত্র পাওয়র সুযোগ ছিলো না। যার কারণে ঈদের দিনে কারাবন্দি মায়েদের শিশুরা যেন নতুন পোশাক পড়তে পারে এবং ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারে সে জন্য এ ব্যবস্থা করা হলো। এ ধারা অব্যাহত থাকবে। 

কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সূত্রে জানা যায়, পুরো রমজানে সকল বন্দিরা উন্নত মানের পর্যাপ্ত পরিমাণের ইফতার ও সেহরি খাবার পেয়েছেন । এছাড়া পহেলা বৈশাখে পোলাও ইলিশ মাছসহ উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে কারাগারে। আসন্ন ঈদেও বন্দিদের মাঝে উন্নতমানের খাবারের প্রস্তুতি গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কারাগারের সার্বিক বিষয় নিয়ে বন্দিরা সন্তুষ্ট। বর্তমানে কক্সাবাজারে হাজতি কমে প্রায় ২৯শ বন্দি কারাগারে রয়েছে।   
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০