কুমিল্লা প্রতিনিধি: ‘অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যতের জন্য দর্শন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বব্যাপি পালিত হয়েছে বিশ্ব দর্শন দিবস। এ উপলক্ষ্যে কুমিল্লা সরকারি কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা দর্শনের নানাদিক তুলে ধরেন। তারা বলেন, দুর্নীতিরোধ ও ব্যক্তিত্বে নীতিবোধ প্রতিষ্ঠায় আজকের বিশ্বে দর্শনপাঠ অত্যন্ত প্রাসঙ্গিক। সামাজিক ও জাতীয় জীবনে সুশাসন, ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দর্শনের শিক্ষা অত্যন্ত জরুরি।
দিবসটি উপলক্ষ্যে ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা সরকারি কলেজে শিক্ষক মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সরকারি কলেজের প্রিন্সিপাল অধ্যাপক নূরুর রহমান খাঁন। তাইমুর হোসেন ভুইয়া সজিবের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক লিয়াকত আলী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রফিকুল ইসলাম, চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল মো. সহিদুল্লাহ, অধ্যাপক আহসান পারভেজ, সহযোগী অধ্যাপক মিজানুর রহমান ও আরিফা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের নেপথ্য নায়ক, ২০১৮ সালে কোটা সংস্কারের দাবিতে হাইকোর্টে রিটকারী দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দর্শন পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আবদুল অদুদ বলেন, জাতীয় প্রয়োজনে কুমিল্লার কৃতিসন্তান মেজর এম এ গনির ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা, ধীরেন্দ্রনাথ দত্তের পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির ধারাবাহিকতায় ২০১৮ সালে আমরা কুমিল্লার তিন সন্তান হাইকোর্টে রিট করি এবং আমি কোটা সংস্কারের পক্ষে শতাধিক রিপোর্ট করি। ফলে বৈষম্যবিরোধী আন্দোলনে গণজোয়ার সৃষ্টি হয়। আর ২০২৪ এর জুলাই বিপ্লবেও নেতৃত্ব দিয়েছেন কুমিল্লার মেধাবী সন্তান অধ্যাপক ড. আসিফ নজরুল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভুইয়া সজিব, হাসনাত আবদুল্লাহ, বাকের মজুমদারসহ আরও অনেকে।
তিনি বলেন, কুমিল্লা জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতিবহ একটি ঐতিহাসিক জেলা। দার্শনিক ও দূরদর্শী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন প্রায় শতবর্ষ আগে বলেছিলেন ‘বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় করে’, আজকে আমরা সত্যিই মুঠোফোনে/হাতের মুঠোয় বিশ্বকে দেখছি। তিনি কুমিল্লা নামে বিভাগ করার দাবিও করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ, সহকারী অধ্যাপক ফেরদাউস আলম, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক বেলায়েত হোসেন, সহকারী অধ্যাপক রিংকু আক্তার, প্রভাষক মাইন উদ্দিন, প্রধান শিক্ষিকা নাবিলা হালিম, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, সাইদ আহমেদ টুটুল, আবুল কালাম আজাদ, ইয়াসমিন আক্তার বিউটি প্রমুখ।
উল্লেখ্য, ২০০২ সালে ইউনেস্কো বিশ্ব দর্শন দিবস উদযাপনের ঘোষণা দেয়। ২০০৫ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্ব দর্শন দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠাতব্য দর্শন পরিবার, কুমিল্লা অঞ্চলের দ্বিতীয় পুনর্মিলনী আয়োজন নিয়ে আলোচনা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available