• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১২:৪১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:১২:৪১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পালটা কমিটি

২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৭:১০:৫৮

কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্রদের পালটা কমিটি

কুমিল্লা প্রতিনিধি: কেন্দ্র থেকে সদ্য ঘোষিত কুমিল্লা মহানগরের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্রদের পালটা কমিটি গঠন করা হয়েছে।

২৩ নভেম্বর শনিবার রাত সাড়ে ৯টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই কমিটি ঘোষণা দেওয়া হয়। প্রতিবাদ সমাবেশে কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বক্তব্য রাখেন মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আজহারুল আমিন বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কালে ঘোষিত কমিটিতে সমন্বয়ক ছিলাম। যারা এই কমিটির ঘোষণা দিয়েছেন, আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রাখলাম এই কমিটি আপনারা কীভাবে ঘোষণা দিলেন।

কলেজের আরেক শিক্ষার্থী ফাতিন ইশরাক মোল্লা বলেন, আন্দোলনের সময় আমাদের যাদেরকে সমন্বয়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, তাদের মধ্য থেকে নবগঠিত এই কমিটিতে দশ জনকে রাখা হয়েছে কিনা আমাদের সন্দেহ রয়েছে। নবগঠিত এই কমিটির অনেক সদস্যই এই কমিটিকে এখন অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা এই কমিটি মানি না। তাই আমরা নিজেরাই কমিটি গঠন করেছি।

এসময় শিক্ষার্থীরা কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত করে সৈয়দ আজহারুল আমিনকে আহ্বায়ক ও ফাতিন ইশরাক মোল্লাকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এই কমিটিতে তালহা জোবায়েরকে মুখ্য সংগঠক ও নাইমুজ্জামানকে মুখপাত্র করা হয়েছে।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তালহা জোবায়ের, সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুজ্জামান, ক্যান্ট. বোর্ড কলেজের গাজি মো. মুইনুদ্দিন ফাহিম, আসলাম সিদ্দিকী, নাজমুল নাদিম, মাহমুদুল সিফাতসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এর আগে একই দিন বিকালে কুমিল্লা মহানগরীর ১৯৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টাঙ্গাইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৩:২৬




বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৪:৫২