মুন্সিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। এতে অন্তত আরও ১২ জন আহত হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বৈচিত্র কবরস্থান এলাকায় এ দুর্ঘটনার ঘটে।
হাসাঁড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকল হওয়া একটি ট্রাকের সঙ্গে পিছন থেকে শরিয়তপুরগামী পদ্মা ট্রাভলস নামের বাসটি ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। তারা হলেন- হাজেরা বেগম (৫০) ও সাইফুল ইসলাম (৩০)। তাদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আরও ৬ জনের মৃত্যু হয়।
আহতদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available