নরসিংদী প্রতিনিধি: দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা নরসিংদীর আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন দ্রুত চালু করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও যাত্রীরা।
২৪ নভেম্বর রোববার দুপুরে আমিরগঞ্জ রেলস্টেশন প্লাটফর্মে সমাজকল্যাণ উন্নয়ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার শিল্পাঞ্চল এলাকা হিসাব ঐতিহ্যবাহী আমিরগঞ্জ স্টেশনটির সিগনালের মটর চুরির পর তিন বছর আগে কর্তৃপক্ষ লোকবল সংকটের অজুহাত দেখিয়ে স্টেশনটি বন্ধের নোটিশ টানিয়ে বন্ধ করে দেয়। প্রতিদিন ৫টি ইউনিয়নের কয়েক হাজার যাত্রী ও পণ্য পরিবহনের একমাত্র মাধ্যম এই স্টেশনটি। স্থানীয়রা স্টেশনটি পুনরায় চালু করার দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দিয়ে কাজ না হওয়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে খুলে দেওয়ার আহ্বান জানান। অন্যথায় তারা কঠিন কর্মসূচি ঘোষণার কথাও জানান।
এসময় উপস্থিত ছিলেন, আমিরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা কামরুজ্জামান বাদল, মনির মৃধা, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, খোরশেদ আলম, সৈয়দ বিল্লাল, রবিন গাজী, এম আর মামুন, সিদ্দিক মৃধা, সৈয়দ নূর হোসেন তৌহিদ, শাহিন ভিপি, আদনান সামি, রাফিন আহমেদ, আসিফ ভূইয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available