সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোর রিংকন হত্যা মামলার আসামীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। কোনো আসামি গ্রেফতার না হওয়ায় হতাশা ও নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে নিহত রিংকনের পরিবার।
গত ১৬ জুলাই ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রিংকনের মা বাসন্তী রানী।
মামলা সূত্রে জানা যায় , গত ২২ জুন জগন্নাথপুরের উপজেলার নোয়াগাঁও এলাকার আখলাকুর রহমান লুলু মিয়া ও কামাল হোসেনের মালিকানাধীন নলুয়ার হাওরে একটি মৎস্য খামারে রহস্যজনকভাবে মৃত্যু হয় উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের সমধল গ্রামের সিকান্ত বিশ্বাসের ছেলে রিংকন বিশ্বাস (১৭) নামের এক কিশোরের।
তার মায়ের অভিযোগ, বিভিন্ন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লুলু মেম্বার ও কামাল হোসেন তার ছেলেকে মারধর করতো। বিষয়টি রিংকন তার মাকে জানালে তাকে কিছুদিনের মধ্যে ওই খামার থেকে বাড়িতে নিয়ে আসবেন বলে আশ্বস্ত করতেন তার মা। তবে আর বাড়ি ফেরা হলো না কিশোর রিংকনের।
মামলাটি আদালতের নির্দেশে জগন্নাথপুর থানায় নথিভুক্ত (এফ.আই.আর) করা হলেও রহস্যজনক কারণে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে আসামীরা। মামলা দায়েরের ৫ মাস পেরিয়ে গেলেও এখনো কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি জগন্নাথপুর থানা পুলিশ।
ছেলে হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করায় হত্যার বিচার না পাওয়া ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। ছেলে হত্যার বিচার চেয়ে মামলা দায়ের করায় আসামীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, জগন্নাথপুরে রিংকন হত্যা মামলায় এখনো পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available