সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ৬ জন থাইগেম জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ নভেম্বর রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী বাজারের তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এ সময় ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ফোন জব্দ করা হয়। তারা ইন্টারনেট ব্যবহার করে থাই গেমস দেওয়ার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতাররা হলেন, সৈয়দপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাজীপাড়ার ফিরোজুল ইসলামের ছেলে মশিউর রহমান (২২), ওবায়দুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫), জাভেদ আলমের ছেলে রেজোয়ান হোসেন (২৫), বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশাল মাঝাপাড়ার অবিনাশ চন্দ্র রায়ের ছেলে সঞ্জয় চন্দ্র রায় (২৪), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়ার কাছিম উদ্দিন প্রামানিকে ছেলে মঞ্জুরুল ইসলাম (২৮) এবং দিনাজপুর জেলার পার্বতীপুরের বেলাইচন্ডী বানিয়াপাড়ার হাচান আলীর ছেলে বায়েজিদ বোস্তামী (২৫)।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন জানান, অনলাইনে জুয়া ও প্রতারণা করে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে যুবকসহ বিভিন্ন বয়সি লোকজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available