• ঢাকা
  • |
  • সোমবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৮:৩৯ (25-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৮:৩৯ (25-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বদলগাছীতে মাঠজুড়ে পাকা ধানের ঘ্রাণ, কৃষকের ঘরে ঘরে সোনালি উৎসব!

২৫ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৪৫:৩৮

বদলগাছীতে মাঠজুড়ে পাকা ধানের ঘ্রাণ, কৃষকের ঘরে ঘরে সোনালি উৎসব!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: হালকা কুয়াশার পর্দা সরে গিয়ে মিষ্টি রোদ এসে পড়তেই দেখা গেল দিগন্তজোড়া প্রান্তরের সোনালি ঢেউ। মৃদু বাতাসে পাকা ধানের শীষের দোলা মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এর মাঝেই দেখা গেল কাস্তে হাতে ব্যস্ত কৃষকরা। বরেন্দ্র অঞ্চলের শস্যভাণ্ডার খ্যাত বদলগাছী উপজেলার মাঠে মাঠে চলছে আমন ধান কাটার উৎসব।

মাঠের পাকা ধান কেটে তুলতে হবে গোলায় এমন প্রতিযোগিতায় বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে শুরু হয়েছে আমন ধান কাটা মাড়াইয়ের কাজ।

নওগাঁর বদলগাছীতে এবার চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। দামও ভাল পাওয়ায় আশা চাষিদের।

কৃষক তুফান বলেন, এ বৎসর কৃষকের ভুলের কারণে দু’এক বিঘা জমি ছাড়া সব জমিতেই ধানের ফলন ভাল হয়েছে।

বদলগাছী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে এ উপজেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ৪শ ৮৩ হেক্টর জমি। উপজেলায় আমন ধান চাষ হয়েছে ১৪ হাজার ৪ শ ৮৫ হেক্টর জমিতে।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, আমন ধান চাষ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তারা বেশ তৎপর ছিলেন।  সময় মত বৃষ্টির কারণে ধানের ফলন আরও ভাল হয়েছে। আশা করছি কৃষকরা লাভবান হবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ