ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ১০০ পিস ইয়াবা ও সেবনের উপকরণসহ উর্মী বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদক বিরোধী ‘আমাদের চেষ্টা’ নামের সংগঠনের সদস্যরা। ২৪ নভেম্বর রোববার রাত সাড়ে দশটার সময় নতুন রাস্তা এলাকার সোহাগ মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। উর্মী এলাকার চিহ্নিত মাদক কারবারি সোহাগ মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, বহু বছর যাবৎ সোহাগ ও তার স্ত্রী প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছে। গতকাল রোববার জানতে পারে সোহাগ সাগর নামে একটি ছেলের কাছে ইয়াবা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিত আমাদের চেষ্টা সংগঠনের লোকজনকে সোহাগের বাড়ির সিসি ক্যামেরায় আসতে দেখে পালিয়ে যায়। সংগঠনের লোকজন সোহাগের বাড়িতে এসে তার বসত ঘরে এক নারীর মাধ্যমে উর্মীর দেহ তল্লাশি করে তার পরিহিত সুয়েটারের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন বলেন, গতকাল রাতে এলাকাবাসী ১০০ পিস ইয়াবাসহ উর্মী নামে এক নারীকে আটক করে পলিশে সোপর্দ করেছে।
মাদক বিরোধী আমাদের চেষ্টা সংগঠনের সভাপতি ওমর মোহাম্মদ অপু ও সাধারণ সম্পাদক ইউছুফ মিয়া জানান, এই এলাকায় সোহাগ, তার স্ত্রী উর্মী ও সোহাগের ছোট ভাই শরীফ বহু বছর যাবৎ এ বাড়িতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। আজ আমরা খবর পেয়ে এলাকার মুরুব্বীগণকে সাথে নিয়ে তার বাড়িতে পৌঁছার পূর্বেই সোহাগ পালিয়ে যায়। পরে এক নারীর মাধ্যমে সোহাগের স্ত্রীর দেহ তল্লাশি করলে তার পরিধেয় সুয়েটারের পকেট থেকে ১০০ পিস ইয়াবার ১টি প্যাকেট ও ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার করা হয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার ইয়াবাসহ আটক উর্মীকে থানায় নিয়ে গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available