নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে একটি বাগানের ২৫০টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ২৪ নভেম্বর রোববার রাতে উপজেলা সদরের দেলবরের মোড় এলাকায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বাগানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভাগীয় ব্যবস্থাপক আশরাফ হোসেন খাঁন জানান, উপজেলা সদরের দেলবরের মোড় এলাকায় প্রশিকার ৬৫ শতাংশ নিজস্ব জায়গা রয়েছে। ওই জায়গাতে গত বছরের সেপ্টেম্বর মাসে আমরুপালী, নাকফজলীসহ বিভিন্ন জাতের ২৮৭টি আম গাছ রোপণ করা হয়েছিল। বর্তমানে গাছগুলো বেশ বড় হয়েছে। এ বছর আম ধরত। গতকাল রাতে কে বা কাহারা শত্রুতা করে ২৫০টি আম গাছ কেটে ফেলেছে।
তিনি জানান, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা খবর পাই। এরপর বাগানে গিয়ে দেখি দুর্বৃত্তরা গাছগুলো কেটে সাবার করে দিয়েছে। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিয়েছি।
প্রশিকার কেন্দ্রীয় ব্যাবস্থাপক মো. জসিম উদ্দীন বলেন, এই ঘটনার সঙ্গে যেই জরিত থাকুক, আমরা তদন্ত সাপেক্ষ এর কঠোর শাস্তি দাবি করছি।
এ বিষয়ে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রশিকার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available