স্টাফ রিপোর্টার, সাভার: সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেঞ্জ টুগেদার ক্লাব আয়োজন করছে বাঙালির ঐতিহ্যবাহী উৎসব “নবান্নে বাঙালিয়ানা”। ২৫ নভেম্বর সোমবার স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজন বাংলার গ্রামীণ সংস্কৃতির বৈচিত্র্যময় ঐতিহ্যকে তুলে ধরেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন প্রফেসর ড. মো. বেলাল হোসেন এবং ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. লিজা শরমিন।
এছাড়াও চেঞ্জ টুগেদার ক্লাবের আহ্বায়ক এবং ম্যানেজমেন্ট বিভাগের লেকচারার (সিনিয়র স্কেল) জাসিয়া মুস্তাফা, সহ-আহ্বায়ক এবং সহকারী অধ্যাপক মো. আলী ইমরান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও ডিরেক্টর (ইনচার্জ) স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিসের অমিত চক্রবর্তী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল আটটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফোক সাংস্কৃতিক প্রতিযোগিতা।
অংশগ্রহণকারী দলগুলো ছিল- আইইউবি মিউজিক ক্লাব, ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, বিইউএফটি ফ্যাশন ক্লাব, নর্থ সাউথ ইউনিভার্সিটি ফোক ক্রিয়েশন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, নাট্যম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট কালচারাল সোসাইটি, ইস্টার্ন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (ইউসিসি)।
ডিআইইউ স্টার্ট-আপ মার্কেট ছিল তরুণ উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা তাদের উদ্ভাবনী ও সৃজনশীল পণ্য প্রদর্শন করে স্থানীয় ব্যবসা ও স্টার্টআপকে উৎসাহিত করেছে। ফোক সংগীত ও ঐতিহ্যবাহী নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা ইরফান সাজ্জাদ, তাহিয়া তাজিন খান আইশা এবং ভয়েল টিম, যা অনুষ্ঠানে আরও উত্তেজনা ও আকর্ষণ যোগ করে।
নবান্নে বাঙালিয়ানা ছিল বাংলার ঐতিহ্যের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এটি শিক্ষার্থী ও কমিউনিটির মধ্যে বাঙালির সাংস্কৃতিক শেকড়ের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন, ঐক্য এবং সৃজনশীলতার প্রতি অনুপ্রেরণা প্রদান করেছে। ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও মূল্যবোধের এই অভিব্যক্তি অংশগ্রহণকারীদের মনে চিরস্থায়ী ছাপ রেখে গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available