• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:৩২:১০ (26-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:৩২:১০ (26-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসর উদ্বোধন

২৬ নভেম্বর ২০২৪ সকাল ০৮:১৯:২৩

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসর উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসর উদ্বোধন হয়েছে। ২৫ নভেম্বর সোমবার বিকেলে উদ্‌বোধনী অনুষ্ঠানে কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরি সভাপতিত্ব করেন।

উদ্বোধনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন এবং জামায়াত ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারি আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, জামায়াত ইসলামি কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও কুমিল্লা স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সভাপতি মাহবুবুল আলম চপল, এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, রূপসি বাংলার সিনিয়র সাংবাদিক বাবু অশোক বড়ুয়া, দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, আর টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, ভোরের পাতার সাংবাদিক জাকারিয়া মানিক ও প্রথম আলোর আলোকচিত্রী এম সাদেক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল আলম বাবু, কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস, নুর জুয়েলার্সের স্বত্বাধিকারী আরিফ জামান, কুমিল্লা জেলা ক্রিকেটের সাবেক কোচ ও কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টারের হেড কোচ মো. সারোয়ার জাহান।

এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ৬টি দল। অনুষ্ঠানের শুরুতে ৬  দলের কোচ ও  খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আমন্ত্রিত অতিথিরা। উদ্‌বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্য শেষে ব্যাটিং ও বোলিং করে মিডিয়া ক্রিকেটার উদ্বোধন করেন অতিথিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


লালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত
২৬ নভেম্বর ২০২৪ সকাল ১০:৫৪:১৯