নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: ১৮ অক্টোবর শুক্রবার জুমার নামাজ সময় নাঙ্গলকোট উপজেলার রায়কোট পূর্বপাড়ার গাজি বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে গরু চুরির উদ্দেশ্যে অজ্ঞাতনামা ৩/৪ জন লোক প্রাইভেট কারে মো. আব্দুল কাদিরের ১টি গরু গাড়িতে উঠিয়ে পালিয়ে যায়।
এসময় আব্দুল কাদিরের মেয়ে ফারজানা আক্তার পিংকী এবং আব্দুল কাদিরের স্ত্রী আসমা বেগম গাড়ির সামনে এসে বাধা দিলে অজ্ঞাতনামা গরু চোর তাদের এলোপাতাড়ি কিলঘুষি মারে। এতে পিংকি গাড়ির সামনে এসে দাঁড়ালে চোরদল গাড়ি দিয়ে চাপা দেয় এবং আসমা বেগমকে টেনে হিঁচড়ে কিছু দূর সামনে ফেলে দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে আহত ফারজানা আক্তার পিংকিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে এবং আসমা বেগম গুরুতর আহত হয়। ঘটনার বিষয়ে মো. আব্দুল কাদির অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে ১৯ অক্টোবর থানায় এজাহার দায়ের করেন। নাঙ্গলকোট থানার মামলা নং-৩, ধারা- ৩৯৪/৩০২ পেনাল কোড রুজু করা হয়।
সংবাদ প্রাপ্তির সাথে আসফিকুজ্জামান আকতার, পুলিশ সুপার সার্বিক দিক-নির্দেশনায় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম, চৌদ্দগ্রাম সার্কেলের তদারকিতে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে ফজলুল হক, অফিসার ইনচার্জ, নাঙ্গলকোট থানার নেতৃত্বে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অত্র থানাসহ চট্টগ্রাম, ফেনী এবং নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা গরুচোর চক্রের দুই জন সক্রিয় সদস্য, নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির পরিকোট গ্রামের ইউনুছ উরপে ইউসুফের ছেলে, বখতিয়ার উরপে জসিম (৩২) ও নোয়াখালী বেগমগঞ্জ আমানতপু খালপাড়া গ্রামের মৃত কাবিল মিয়ার ছেলে রুবেল (৩৫) কে গ্রেফতার করে।
গ্রেফতার ২ জন আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করে। আসামিদের আদালতে মামলার ঘটনার সাথে জড়িত মর্মে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারসহ ঘটনায় ব্যবহৃত গাড়িটি উদ্ধার অভিযান অব্যাহত আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available